Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

রাজশাহী সিটি কর্পোরেশন

নাগরিক সনদ CITIZEN’S CHARTER

 

 

নাগরিক সনদের মৌলিক উদ্দেশ্য

দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় রাজশাহী সিটি কর্পোরেশনের সেবা সরবরাহের বিষয়ে নগরবাসীকে স্বচ্ছ ধারণা দেওয়া।

নাগরিক জীবনযাত্রার মানোন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সেবা, সেবা প্রাপ্তিতে নগরবাসীর কর্মতৎপরতা, সেবা প্রাপ্তির নির্দিষ্ট সময়সীমা ইত্যাদি বিষয়ে নগরবাসীর সচেতনতা বৃদ্ধি করা।

সেবা সরবরাহের ক্ষেত্রে পরস্পর নির্ভরশীল নাগরিক সমাজ প্রতিষ্ঠা করা।

নগরীর সেবা সরবরাহ ব্যবস্থাপনার স্থায়ী ও টেকসই সহজসাধ্য পরিকাঠামো সৃষ্টি করা।

 

 

রাজশাহী সিটি কর্পোরেশনের দর্শন

রাজশাহী সিটি কর্পোরেশনের মৌলিক লক্ষ্য হলো রাজশাহী মহানগরীকে সত্যিকার অর্থে একটি ‘স্বাস্থ্যকর নগরী’হিসেবে গড়ে তেলা- যেখানে নিরাপদ, সুস্থ্য ও নির্মল সামাজিক ও মানসিক পরিবেশ বজায় থাকার পাশাপাশি পরিচ্ছন্ন ও উচ্চমান সম্পন্ন দূষণমুক্ত টেকসই ভৌত পরিবেশ  ও পরিবেশগত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত থাকবে।

 

 

এক নজরে রাজশাহী সিটি কর্পোরেশন ও মহানগরী

 

মানববসতি স্থাপন

:

১ হাজার পূর্বে (আনুমানিক)

আধুনিক রাজশাহীর সূচনা

:

প্রায় সাড়ে ৩ শ বছর পূর্বে

আয়তন (রাসিক এলাকা)

:

৯৬.৭২ বর্গ কিলোমিটার

সীমানা

:

মহাগনরীর চারপাশেই পবা উপজেলার এলাকা। উত্তরে মৌজা হড়গ্রাম, জেএল নং-৪৩, মৌজা-বড়বনগ্রাম-জেএল নং-১০৯, মৌজা-মেহেরচন্ডী, জেএলনং-১২০। দক্ষিণে- পদ্মা। পূর্বে মৌজা বুধপাড়া, জেএল নং-১২৫, মৌজা- মির্জাপুর জেএল নং-১১৯, মৌজা-ডাঁশমারী, জেএল নং-১৯৪। পশ্চিমে-মৌজা গোয়ালপাড়া, জেএল নং-৪২, মৌজা হাড়ুপুর (আংশিক), জেএল নং-২১৬

অবস্থান

:

উত্তর অক্ষাংশ- ২৪২২

দ্রাঘিমাংশ-৮৮৪২

থানা

:

৪টি। বোয়ালিয়া, রাজপাড়া, শাহমখদুম ও মতিহার।

ওয়ার্ড

:

৩০টি

মহল্লা

:

১৩৪টি

জনসংখ্যা

:

মোট : ৮০০০০০ (আট লক্ষ) জন

জনসংখ্যা বৃদ্ধির হার

:

৪.১৯ শতাংশ

স্থুল জন্ম হার (জাতীয়)

:

২০.৯ জন

স্থুল মৃত্যু হার (জাতীয়)

:

৬.৩ জন

গড় আয়ু

:

৬৬.৭

মহানগরীর মোট ভোটার

:

২,৫৮,৭৫৯ জন (পুরুষ-১,২৯,৫৪৭, মহিলা-১,২৯,২১২)

শিক্ষার হার

:

৭১.২২ শতাংশ

রাজশাহী পৌরসভা স্থাপন

:

১ এপ্রিল ১৮৭৬

রাজশাহী পৌরকর্পোরেশনে উন্নীতকরণ

:

১৩ আগষ্ট ১৯৮৭

রাজশাহী সিটি কর্পোরেশন নামকরণ

:

১৯৯০

প্রশাসক থেকে মেয়র মনোনয়ন

 

১১ সেপ্টেম্বর ১৯৮৮

রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়

:

নগরভবন, গ্রেটাররোড, রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনের মোট জনবল

:

২৩৫৪ জন। নিয়মিত-৫১৬, অনিয়মিত-১৮৩৮।

মহানগরীর মোট হোল্ডিং

:

৪৭৯১৯টি। সরকারী-২৭৯টি, বেসরকারী-৪৭৬৪০টি।

মহানগরীতে চলমান লাইসেন্সভুক্ত রিক্সা

:

১৭১৬১টি

মহানগরীতে চলমান লাইসেন্সভুক্ত রিক্সাভ্যান

:

৫০০০টি

মহানগরীতে চলমান লাইসেন্সভূক্ত টমটম

:

৩৩টি

মহানগরীতে চলমান লাইসেন্সভূক্ত গরুরগাড়ি

:

২০টি

ঠেলাগাড়ি

:

৮০টি

প্রাইভেট রিক্সা

:

২৫টি

ব্যাটারিচালিত অটোরিক্সা

:

৪২০৩টি

মোট বাণিজ্যিক লাইসেন্স

:

৯৬৬০টি

রাজশাহী সিটি হাসপাতাল

:

রানীনগরে অবস্থিত

প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র

:

১৪টি (বিভিন্ন ওয়ার্ডে) + মাতৃসদন ২টি

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা   :   নগরীর পশ্চিমাঞ্চল শ্রীরামপুরে অবস্থিত

ভুবন মোহন পার্ক

:

নগরীর মধ্যাঞ্চল সাহেব বাজারে অবস্থিত

শহীদ জিয়া শিশু পার্ক

:

নগরীর উত্তরাঞ্চল বড়বনগ্রামে অবস্থিত

যাত্রী ছাউনি

:

১২টি

প্রবেশ গেট

:

৩টি

জিওমেট্রিক্যাল সাইন

:

৬টি

ইনসিনেরেটর

:

১টি

পুলিশ বক্স

:

২টি

গোরস্থান

:

১৬টি

শশ্মান ঘাট

:

২টি

বাজার

:

১৪টি

হাট

:

২টি

খেয়াঘাট

:

২টি

বালুর ঘাট

:

৫টি

ঈদগাহ

:

৪৭টি     

 

 

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

এ্যাড. এম. আব্দুল হাদি

এ্যাড. এম. আব্দুল হাদি

মোঃ দুরুল হুদা                              

আলহাজ্জ মেসবাহ উদ্দীন আহম্মেদ

মোঃ সাইদুর রহমান (বিভাগীয় কমিশনার)

এন এ হবিবুল্লাহ (বিভাগীয় কমিশনার)

মোঃ মিজানুর রহমান মিনু

আলহাজ্ব এম আমিনুল ইসলাম (বিভাগীয় কমিশনার)

মোঃ মিজানুর রহমান মিনু (প্রথম নির্বাচিত)

মোঃ মিজানুর রহমান মিনু

মোঃ রেজাউন নবী দুদু (ভারপ্রাপ্ত)

এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

প্রশাসক

মেয়র

মেয়র

মেয়র

মেয়র

মেয়র

মেয়র

প্রশাসক

মেয়র

মেয়র

মেয়র

মেয়র

১৩.৮.১৯৮৭-১১.৯.১৯৮৮

১১.৯.১৯৮৮-১৫.৪.১৯৯০

১৬.৪.১৯৯০-৬.১১.১৯৯০

৬.১১.১৯৯০-৯.১২.১৯৯০

১৫.১২.১৯৯০-৮.৫.১৯৯১

৮.৫.১৯৯১-২১.৫.১৯৯১

২১.৫.১৯৯১-৩০.১২.১৯৯৩

৩০.১২.১৯৯৩-১১.৩.১৯৯৪

১১.৩.১৯৯৪-২৮.৫.২০০২

২৯.৫.২০০২-১১.৬.২০০৭

১১.৬.২০০৭-১৪.৯.২০০৮

১৪.৯.২০০৮-অব্যাহত

   13.    সরফুল ইসলাম বাবু                                            মেয়র (দায়িত্ব প্রাপ্ত)     01.07.2013 হতে 17.09.2013

    14. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল                            নির্বাচিত মেয়র             18.09.2013 হতে

 

রাজশাহী সিটি কর্পোরেশনের নীতি নির্ধারণ পদ্ধতি

সরকার প্রনীত আইনানুযায়ী অত্র কর্পোরেশনের সার্বিক কার্যক্রমের নীতি নির্ধারণ হয় মেয়র ও কাউন্সিলরের সমন্বয়ে গঠিত রাজশাহী সিটি কর্পোরেশন পরিষদের সাধারণ সভায়। গণতান্ত্রিক পদ্ধতিতে এজেন্ডসমূহ বিস্তর আলোচনার পর সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহানগরবাসীর চাহিদার উপর ভিত্তি করে এবং তাদের মতামতকে মূল্যায়ণ করে রাজশাহী সিটি কর্পোরেশন বছর ভিত্তিক বাজেট প্রণয়ন করে থাকে। ২০০৯-২০১০, ২০১০-২০১১,২০১১-২০১২ অর্থ বছরের বাজেট প্রণয়নের পূর্বে জনগণের সমস্যা ও তাদের মতামত গ্রহণের জন্য মাঠ পর্যায়ে বাজেট প্রস্ত্ততি সভা করা হয়েছে এবং নগরীর সচেতন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতামত গ্রহণের জন্য প্রাক বাজেট আলোচনা সভার আয়োজন করা হয়।

কাজের সুষ্ঠুতার জন্য সাধারণ সভায় কোন বিষয় উত্থাপনের পূর্বে স্থায়ী কমিটিতে এর খুঁটিনাটি আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর সাধারন সভায় সুপারিশ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনে বর্তমানে ১৯টি স্থায়ী কমিটি আছে। কাউন্সিলরদের সমন্বয়ে এর সদস্য ও তাদের মধ্যে থেকেই সংখ্যা গরিষ্ঠের ভোটে ১জন সভাপতি  নির্বাচিত হন। মেয়র পদাধিকার বলে সকল কমিটির সদস্য। এছাড়াও জনসাধারণের মধ্য থেকে প্রতিটি কমিটিতে একাধিক পরামর্শক দায়িত্ব পালন করেন।

সাধারণ সভায় গৃহীত চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় মেয়র কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে বাস্তবায়ন করে থাকেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাংগঠনিক কাঠামো